eaibanglai
Homeএই বাংলায়বালি চুরি রুখতে কংসাবতীর চরে এবার লাগবে সিসিটিভি ক্যামেরা

বালি চুরি রুখতে কংসাবতীর চরে এবার লাগবে সিসিটিভি ক্যামেরা

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া :বালি পাচার রুখতে এবার পুরুলিয়ার কংসাবতী বা কাঁসাই নদী এলাকায় নজরদারি চালাতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ভাবছে পুরুলিয়া জেলা প্রশাসন |পুরুলিয়া জেলাশাসক রাহুল মজুমদার এ খবর জানিয়ে বলেন কংসাবতী নদী এলাকায় বালি পাচার রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ভাবা হচ্ছে |এর জেরে দপ্তরে বসেই বালির চোরাকারবারিদের উপর 24 ঘন্টা নজরদারি চালানো সম্ভব হবে |প্রসঙ্গত পুরুলিয়া জেলা সহ কংসাবতী নদী থেকে অবিরাম বালি পাচার চলছে |ফলে কার্যত কপালে ভাঁজ পড়ে গিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের |অভিযোগ, স্থানীয় নিচুতলার পুলিশ, সরকারি কর্তাদের গোপন বোঝাপড়ার জেরে আটকানো যাচ্ছে না বালি পাচার |ফলে একদিকে নদীতে অত্যাধিক বালি উত্তোলনে নদীর জলের স্তর কমে যাচ্ছে |তেমনি নদীর গতিপথ বদলের আশঙ্কা থেকে যাচ্ছে |এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি ,জেলার কংসাবতী নদী থেকে বালি চুরির ক্ষেত্রে একদল নিচুতলার সরকারি আধিকারিক ও স্থানীয় পুলিশসের গোপন বোঝাপড়ায় এ কারবার চলছে |ফলে সরকারি ভাবে বালি চুরি রুখতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন |অবশেষে বালি পাচারে লাগাম টানতে সিসিটিভি লাগানোর ভাবনাসহ জেলা আধিকারিকদের নিয়ে জেলা প্রশাসনের লাগাতার বৈঠক চলছে |সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খন্ড সীমান্ত এলাকায় নজরদারি চালাতে পুরুলিয়া জেলা প্রশাসনকে ই এলাকায় সিসিটিভি লাগানোর নির্দেশ দেন |তবে এবার বালি পাচার রুখতে সিসিটিভি লাগালে এই বেআইনী কাজ বন্ধ করা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন পুরুলিয়া জেলা প্রশাসনের আধিকারিকরা|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments