eaibanglai
Homeএই বাংলায়রাজ্যে বাজ পড়ে মৃত্যু ১১ জনের আহত ১৪

রাজ্যে বাজ পড়ে মৃত্যু ১১ জনের আহত ১৪

নিজস্ব প্রতিনিধি : স্কুল মাঠে খেলতে গিয়ে বাজ পড়ে মৃত দুই আহত এক ছাত্র।স্কুল মাঠে খেলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুই ছাত্রের। ঘটনায় আহত আরও এক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার হোমরা এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সেই সময় স্কুলে চলছিল টিফিন আওয়ার। বেশ কিছু ছাত্র তখন মাঠের মধ্যে খেলা করছিল। মাঠের মধ্যে খেলা চলাকালীন অবস্থাতেই বাস পড়ে। ঘটনায় আহত হয় তিন ছাত্র। যার মধ্যে তৎক্ষণাৎ মারা যায় একজন। নাম ইমরান মোল্লা ( ১৫), অন্যদিকে আহত অবস্থায় দুই ছাত্রকে ক্যানিং মহকুমা হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর মৃত্যু হয় আনিসুর মোল্লা নামে এক ছাত্রের। দুজনই হোমরা পোলতা হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এরপর ক্যানিং মহাকুমা হাসপাতাল থেকে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ক্যানিং থানায়।
অপরদিকে রঘুনাথপুর ও নিতুড়িয়ায় বাজ পড়ে মৃত্যু হল সাত জনের এবং গুরুতর আহত হল চারজন| ঘটনার প্রথমটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত মহতোড় ও দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নিলডী গ্রামে | মহতোড় গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় তিনজনের | পুলিশের সূত্র অনুযায়ী মৃতদের নাম জগৎ বাউরী(৪০), খেলোনি বাউরী(৭০) এবং মধ্যম বাউরী (৩৫)| রঘুনাথপুর থানার অন্তর্গত নিলডী প্রতাপপুরে বাজ পড়ে মৃত্যু হল একই পরিবারের মা ও মেয়ের |পুলিশ সূত্রে মায়ের নাম বুধুনি হাঁসদা (৩২) তার মেয়ের নাম গায়ত্রী হাঁসদা (8)| অন্যদিকে বজ্রপাতে মৃত্যু হল পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানার অন্তর্গত একই পরিবারের পূজা রজক (২৮), অয়ন রজক(৩) | ঘটনায় শোকের ছায়া নেমেছে রঘুনাথপুরে ও নিতুড়িয়াতে |

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments