সংবাদদাতা, মুর্শিদাবাদ :-
শনিবারের ভয়াবহ ফারাক্কার বাস দুর্ঘটনার জের কাটতে না কাটতেই রবিবার ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো মুর্শিদাবাদে। এদিন রঘুনাথ গঞ্জে এলাকার কাছে একি দ্রুতগামী বাস পাল্টি খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ফাঁকা জায়গায় উল্টে পড়লে মৃত্যু হয় এক মহিলা ও পুরুষ সহ দুই বাসযাত্রীর।মৃত দু’জনের নাম আব্দুল আলিম(৩২) ও সঞ্চিতা তিওয়ারি(১৯)। দুর্ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে।ঘটনায় মৃত্যু ও আহতদের স্থানীয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ দুটির সেখানেই ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মারফত জানা যায়,বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ গামী একটি যাত্রীবোঝাই বাস দ্রুতগতিতে আসছিল।চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা পাল্টি খেয়ে পড়ে রাস্তার পাশের নয়ানজুলিতে।বিকট আওয়াজ শুনে স্থানীয়রা সকলের ছুটে এসে ঘটনাস্থলে পৌঁছে।সেখান থেকে মৃতদের বের করে আনা হয় সেইসঙ্গে আহতদেরও উদ্ধার কাজে হাত লাগাই তারা। ৮-৯ জন যাত্রী আহত হয়।এই দুর্ঘটনার ফলে ৩৪ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ধরে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণ করে রাস্তা স্বাভাবিক করে।পাশাপাশি ওই দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি বাসটিকে তুলে আনার জন্য ক্রেনের ব্যাবস্থাও করে পুলিশ।পরপর এইভাবে ঘটে যাওয়া দুর্ঘটনায় রীতিমতো বাসযাত্রী থেকে শুরু করে জেনার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে চালকদের ভূমিকা নিয়েও