eaibanglai
Homeএই বাংলায়বেহাল আইসিডিএস আতঙ্ক নিয়েই চলছে পড়াশুনা

বেহাল আইসিডিএস আতঙ্ক নিয়েই চলছে পড়াশুনা

সঞ্জীব মল্লিক, বাঁকুড়া : বছরের পর বছর চলে যায় কিন্তু আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা। প্রাণ হাতে নিয়েই চলছে রান্নাবান্না থেকে ক্ষুদেদের পড়াশুনা। এরকমই ভয়ানক ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এছবি সোনামুখী থানার রাধামোহনপুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দ পুর গ্রামের অঙ্গনওয়াড়ী কেন্দ্রের। মাথার উপরে অ্যাডবেস্টর ভেঙে গিয়েছে, ফলে বর্ষাকালে একপ্রকার বৃষ্টির জলে ভিজেই করতে হচ্ছে রান্না । তবে সব থেকে বিপদ জনক অবস্থা আইসিডিএস সেন্টারের দড়জার উপরের একদিকের দেওয়ালে বড়ো ফাঁটল তৈরী হয়েছে। যেকোন মুহূর্তে ভেঙে পড়তে পারে দেওয়ালটি। অ্যাসবেস্টর ভেঙে যাওয়াতে বৃষ্টি হলেই ঘরে জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে চাল-ডাল। এছাড়াও বৃষ্টির জল পেয়ে শেওলা ধরে নষ্ট হয়ে যাচ্ছে দেওয়ালগুলো। আইসিডিএস সেন্টারে একটি জলের কল রয়েছে কিন্তু সেটিও দীর্ঘদিন ধরেই খারাপ হয়ে পরে আছে। ফলে জলের সমস্যাও রয়েছে এখানে। এক অভিভাবক জ্যোৎস্না দাস আবার বলেন, আমরা তো বাচ্চাদের ভয়ে আইসিডিএস সেন্টারে পাঠাতেই পারছি না। না জানি কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। তাদের একটাই দাবি কোন দুর্ঘটনা ঘটার আগে সংস্কার করা হোক এই আইসিডিএস সেন্টারটি। আইসিডিএস সেন্টারের দিদিমনি কল্পনা সমাদ্দার বলেন, বর্ষায় ছেলে মেয়েরা ভিজে যায়। তাছাড়া আমাদের প্রয়োজনীয় খাতাপত্রও নষ্ট হয়ে যাচ্ছে। এবিষয়ে আমরা উর্দ্ধতন কর্ত্তৃপক্ষকে জানিয়েছি তারা আশ্বাস দিয়েছেন এখানে নাকি একটি বিল্ডিং করা হবে। এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব রায় বলেন, উত্তর নিত্যানন্দ পুরে আইসিডিএস সেন্টারের বেহাল দশা এমন খবর নাকি তার কাছে নেই। তবে এবিষয়ে লিখিত অভিযোগ জমা পড়লে তদন্ত করে সমস্যার সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments