eaibanglai
Homeএই বাংলায়এই বাংলায়-র খবরের জের, বেআইনি পাথর খাদান বন্ধে অভিযান

এই বাংলায়-র খবরের জের, বেআইনি পাথর খাদান বন্ধে অভিযান

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ এই বাংলায় ওয়েব পোর্টালের খবরের জের। জঙ্গলের ভেতরে সরকারী জমিতে বেআইনি পাথর খাদানে হানা বনদফতরের। ঘটনা বাঁকুড়ার শালতোড়া ব্লকের কৃষ্ণপুর গ্রামের। গত মাসেই এই বাংলায় ওয়েব পোর্টালে একটি প্রতিবেদনে প্রকাশ হয় বাঁকুড়ার শালতোড়া ব্লকের কৃষ্ণপুর গ্রামে এবং গঙ্গাজলঘাঁটি এলাকায় বনদফতরের নিয়ন্ত্রণাধীন জঙ্গলের ভেতরে বেআইনি পাথর খাদান চালাচ্ছে কয়েকজন অসাধু ব্যক্তি। ঘটনায় আঙুল ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। এই খবর প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সোমবার বাঁকুড়ার শালতোড়া ব্লকের কৃষ্ণপুর গ্রামের ওই জঙ্গলে স্থানীয় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আচমকায় হানা দেয় বনদফতরের আধিকারিকরা। তাদেরকে দেখেই জঙ্গলে গা ঢাকা দেয় পাথর খাদানের কর্মীরা। ঘটনাস্থল থেকে ২টি পাথর বোঝাই ট্রাক্টর আটক করা হয়। তবে সোমবার বনদফতরের আধিকারিকরা সরকারী জমি দখল করতে গেলে গ্রামবাসীরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেম। গ্রামবাসীদের দাবি, সরকারি ওই জমি দীর্ঘদিন আগে ভুমি সংস্কার দফতর গ্রামবাসীদের নামে রেকর্ড করে দিয়েছে। যদিও বন দফতরের দাবি ওই জমি এখনও বন দফতরেরই মালিকানাধীন। বন দফতরের ওই জমি থেকে পাথর উত্তোলনের কোনো বৈধ অনুমতি নেই বলেও দাবি করেছেন বন দফতরের এক আধিকারিক। তবে কৃষ্ণপুর গ্রামের ওই জমি বর্তমানে কার দখলে সেসম্পর্কে সুস্পষ্টভাবে এখনও কিছু জানাতে পারেনি ভুমি ও ভুমি সংস্কার দফতর। বিষয়টি বিচারাধীন ও তদন্তের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন শালতোড়ার ব্লক ভুমি সংস্কার আধিকারিক। ফলস্বরূপ সোমবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটে বনদফতর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments