eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে অবৈধ ভাবে বালি পাচার, আটক পাঁচটি লরি

রাতের অন্ধকারে অবৈধ ভাবে বালি পাচার, আটক পাঁচটি লরি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ গত ২৭ শে জুন থেকে সরকারি ভাবে বালি তোলা নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। কিন্তু তারপরেও দিকে দিকে বিভিন্ন বালিঘাট থেকে বেআইনিভাবে অবাধে বালি চুরির কাজ চলছেই। প্রশাসনের অভিযানে আটকও হচ্ছে বালির গাড়িও। কিন্তু এতসব সত্ত্বেও কমছে না বালি পাচার। কারণ বহুক্ষেত্রে দিনের বেলায় বালির গাড়িগুলিকে রাস্তার ধারে রেখে রাতের অন্ধকারে সেই বালি পাচার করে দেওয়া হচ্ছে। এবার সেরকমই ছবি উঠে এল বাঁকুড়ার ইন্দাস থানার সোমসারে। পুলিশ সুত্রে খবর, ইন্দাস থানার সোমসারে রাস্তার ধারে অবৈধভাবে বালি স্ট্যাগ করে রাখা হয়েছিল। পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ওই বালি জেলার বিভিন্ন প্রান্তে পাচার করে দেওয়ার। কিন্তু ইন্দাস থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় পাঁচটি বালির লরি আটক করে। তবে পুলিশ আসার আঁচ পেয়ে চারটি লরির চালক পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পুলিশ। বুধবার ওই গাড়ির চালককে আদালতে তোলা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments