eaibanglai
Homeএই বাংলায়পাইথন উদ্ধারকে কেন্দ্র করে বাঁকুড়ার সোনামুখীতে চাঞ্চল্য

পাইথন উদ্ধারকে কেন্দ্র করে বাঁকুড়ার সোনামুখীতে চাঞ্চল্য

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : মাস খানেক আগেই সোনামুখীর কোচডিহি পঞ্চায়েতের হামিরহাটি বিটের ভোলা গ্রামে পাইথন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়েছিল । আবারও সেই একই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল সোনামুখী কল্যানপুর পঞ্চায়েত এলাকায় । বনদপ্তর সুত্রে খবর , সোনামুখীর কল্যানপুর পঞ্চায়েতের পাশে একটি ইটের গাদায় বাসুদেব বাবু নামে এক ব্যাক্তি প্রথম পাইথনটিকে দেখতে পান । পাইথনটি প্রায় পাঁচ ফুট লম্বা এবং ১৫-১৮ কেজি ওজন । তারপর তিনি বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের আধিকারিকরা এসে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে আসে । সোনামুখী ফরেস্টে রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন , গতকাল রাত আটার সময় আমরা পাইথনটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং প্রাথমিক চিকিৎসার পর ভোরবেলায় পাইথনটিকে বনে ছেড়ে দেওয়া হয় ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments