eaibanglai
Homeদক্ষিণ বাংলাপুজোর মরসুমে বাঁকুড়ার তাঁতশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

পুজোর মরসুমে বাঁকুড়ার তাঁতশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়াঃ আর মাত্র ১৪ দিন বাকি। তারপরেই ঢাকের বাদ্যি আর ধুনোচি নাচের তালে মা আসবেন মর্ত্যে। বিভিন্ন জায়গায় জায়গায় যেমন মণ্ডপ সজ্জা, প্রতিমা তৈরীর চরম ব্যস্ততা তখন নাওয়া খাওয়া ভুলেছেন বাঁকুড়ার সোনামুখীর তাঁতশিল্পীরাও। শরতের হিমেল হাওয়া আর কাশফুলের দোলা বেয়ে বাঙালী যখন পুজোর নতুন কেনাকাটা করতে ব্যস্ত তখন সোনামুখীর তাঁতশিল্পীরা ব্যস্ত সাধারণের জন্য তাঁতের শাড়ির জোগান দিতে। মূলত ৩ডি, ৪ডি ও জড়ির তাঁতর জন্যই বিখ্যাত সোনামুখী। তাই রাত দিন এক করে তাঁতশিল্পীরা এখন বেজায় ব্যস্ত তাঁতের শাড়ি তৈরীর কাজে। শিল্পীদের কথায় বছরের অন্যান্য সময়ের তুলনায় পুজোর মরসুমে চাপ তুলনামূলক বেশি থাকে। আসানসোল, দুর্গাপুর, কলকাতা সহ বিভিন্ন বড় বড় শহরগুলিতে এই তাঁতের শাড়ির ব্যাপক চাহিদা থাকায় প্রচুর শাড়ি বাজারে পাঠানো হয়। রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও সোনামুখীর তাঁতের ব্যাপক চাহিদা আছে। সব মিলিয়ে এই মুহূর্তে সোনামুখীর তাঁত শিল্পিদের নাওয়া-খাওয়ার উপায় নেই তা বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments