eaibanglai
Homeএই বাংলায়গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বাঁচল আহত মদনটাক পাখি

গ্রামবাসীদের তৎপরতায় প্রাণে বাঁচল আহত মদনটাক পাখি

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ শিকারের সঙ্গে পরিচিতি থাকলেও তাদের মধ্যেও যে মানবিকতাবোধ রয়েছে তারই দৃষ্টান্ত তুলে ধরলেন বিষ্ণুপুর ব্লকের লোটিহীড় গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বুধবার আহত এক মদনটাক পাখিকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করে বনদফতরের হাতে তুলে দিল তারা। জানা গেছে, বুধবার সকালে লোটিহীড় গ্রামের খেলার মাঠে একটি আহত মদনটাক পাখি দেখতে পান গ্রামের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তারা আহত পাখিটিকে লোকালয়ে উদ্ধার করে নিয়ে আসেন। সেখানে পাখিটির প্রাথমিক শুশ্রূষা করেন। এরপর তারা বিষ্ণুপুর রেঞ্জে খবর দেন। বিষ্ণুপুর রেঞ্জের হেড়া পর্বত বিট অফিসার শ্রীমন্ত বেলঘরিয়া জানান, মদনটাক পাখিটি কোন ভাবে লোকালয়ে চলে এসেছিল। পাখিটির ডানদিকের ডানায় দুই জায়গায় আঘাত রয়েছে। তবে এলাকার মানুষের এইধরনের মানবিকতার পরিচয় পেয়ে স্বভাবতই খুশি শ্রীমন্ত বেলঘরিয়া জানান, আহত পাখিটিকে বাঁচিয়ে গ্রামের মানুষ যে মানবিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে গ্রামের এক যুবক লক্ষ্মীনারায়ণ মুর্মু জানান, শিকার উৎসব নিয়ে আমাদের সম্পর্কে এখনও বহু ভ্রান্ত ধারনা রয়েছে। সেই ধারনাকে ভাঙতেই তারা পাখিটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিয়েছেন। অন্যদিকে বনদফতরের আধিকারিকরা পাখিটির প্রাথমিক চিকিৎসার পর সেটিকে উদ্ধার করে নিয়ে যান জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। এদিকে বিশালাকার পাখি উদ্ধারের খবর পেয়েই পাখিটিকে দেখতে বহু মানুষ লোটিহীড় গ্রামে পৌঁছান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments