eaibanglai
Homeএই বাংলায়সরকারি শিক্ষকদের টিউশন পড়াতে দেওয়ার দাবিতে সরব স্কুল পড়ুয়ারা

সরকারি শিক্ষকদের টিউশন পড়াতে দেওয়ার দাবিতে সরব স্কুল পড়ুয়ারা

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ সরকারী স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাইভেট টিউশান বন্ধের দাবী জানিয়ে কয়েকদিন আগেই জেলা বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিয়েছিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। বাঁকুড়া জেলা ইউনিটের অভিযোগ ছিল সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে এখনও অনেক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বাড়িতে বসেই রমরমিয়ে প্রাইভেট টিউশান চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে আগেও জেলা বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছিল। দ্রুত স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারীও দিয়েছিলেন তারা। কিন্তু সেই ডেপুটেশনের দিন কয়েক যেতে না যেতেই এবার সরকারি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের টিউশন পড়ানো অনুমতি দেওয়ার দাবি তুলে বিষ্ণুপুরের মহকুমা শাসককে স্মারকলিপি দিল ছাত্রী ও অভিভাবকরা। সোমবার বিষ্ণুপুর শহর ও শহর লাগোয়া প্রায় ১০ -১২ টি স্কুলের কয়েক হাজার পড়ুয়া ও অভিভাবক বিষ্ণুপুর হাইস্কুল মোড় থেকে একটি মিছিল করে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় এবং স্মারকলিপি পেশ করে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের একটাই দাবি যে, সরকারি শিক্ষকদের টিউশন পড়াতে দিতে হবে। অভিভাবকদের বক্তব্য, সিলেবাস শুরু হয়ে গিয়েছে অথচ মাঝপথে এখন টিউশন পড়ানো বন্ধ করে দিলে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হয়ে যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments