eaibanglai
Homeএই বাংলায়পুলিশের উদ্যোগে নিশুল্ক চিকিৎসা ও বস্ত্র বিতরণ

পুলিশের উদ্যোগে নিশুল্ক চিকিৎসা ও বস্ত্র বিতরণ

জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া :- পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে ও ঝালদা থানার বেবস্থপনায় অযোধ্যা পাহাড় তলি তথা একসময় এর মাও উপদ্রোপের কেন্দ্র বিন্দু সেই খামারের পাশের পাড়রি গ্রামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এর মূল উদেশ্য জনসংযোগ স্থাপন করা বলে জানা যায় । এখানে পাড়রি গ্রাম ছাড়াও আশপাশের গ্রামের মানুষ উপস্থিত হন আর এই অনুষ্ঠান থেকেই মেয়েদের সেনেটারি নেপকিন প্রদান করা প্রথম শুরু করলেন পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন । এর সঙ্গে দুস্থদের শাড়ি, ধুতি , লুঙ্গি , স্কুল বেগ , ছাতা , ফুটবল ও জার্সি এবং হেলমেট ইত্যাদি বিতরণ করা হয় , এলাকার কয়েকশ গ্রাম বাসীদের। পুজোর দোরগোড়ায় এরকম এক অনুষ্ঠান পেয়ে খুশি এলাকার মানুষ, সাথে চলে নিশুল্ক চিকিৎসা ও ঔষধ বিতরণ। অতিরিক্ত পুলিশ সুপার রিদ্ধিমান সরকার জানান এক সময় এই এলাকাটি খুব উত্তপ্ত ছিল , এখন রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ,পরিকল্পনায় ও গ্রামবাসীদের সহযোগিতায় একেবারে শান্ত, তাই এই গ্রামে এই রকম একটা অনুষ্ঠান বা শিবির করতে পেরে খুব ভালো লাগলো । পুলিশ আপনাদের পশে আছে সমস্যায় পড়লে অবশই যোগাযোগ করুন । আগামী দিনে পরবর্তী অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গাতে সেনেটারি নেপকিন দেওয়া হবে বলে খবর পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে । অনুষ্ঠানের পর সকলের জন্য মধ্যান ভোজনের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে ঝালদা থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার রিদ্ধিমান সরকার , মহকুমা পুলিশ আধিকারিক সুমন্ত কবিরাজ ও ঝালদা এক নাম্বার ব্লক পঞ্চায়েত সভাপতি বিনা মাহাতো উপস্থিত ছিলেন ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments