eaibanglai
Homeএই বাংলায়বেহাল কালভাট , আতঙ্ক নিয়েই পারাপার গ্রামবাসিদের

বেহাল কালভাট , আতঙ্ক নিয়েই পারাপার গ্রামবাসিদের

সঞ্জীব মল্লিক , বাঁকুড়া : দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা কালভাটের । যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে জীবন হানির মত ঘটনা । কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও কারোরই । সোনামুখী থানার রাধামোহনপুর অঞ্চলের উত্তর নিত্যানন্দপুরের কালভাটের ছবি । কালভাটের গাডওয়াল ভেঙে গিয়েছে , সিমেন্ট ধসে পড়ছে , রড বেড়িয়ে পড়েছে । যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণহানির মত ভয়ানক দুর্ঘটনা। এই কালভাটের উপর দিয়ে নিত্যানন্দপুর ,রাজাপারা ,সুমিতিমানা সহ একাধিক গ্রামের অন্তত হাজার খানেক বাসিন্দা প্রতিদিন যাতায়াত করে । বর্ষাকাল এলেই আতঙ্ক আরও বেড়ে যায় কেননা যখন তখন ভেঙে পড়তে পারে এই কালভাট । কালভাটের অবস্থা এতটাই বেহাল যে চারচাকা গাড়ি পর্যন্ত পারাপার করে খুব কম । রাতের অন্ধকারে আতঙ্ক আরও বেশি করে গ্রাস করে স্থানীয় বাসিন্দাদের । স্থানীয় বাসিন্দাদের অভিয়োগ তারা বহুবার পঞ্চায়েত কে জানিয়েছে কিন্তু তার পরেও কোন কাজ হয়নি । প্রশ্ন উঠছে কালভাটের এই বেহালদশা দেখেও যখন হুঁশ ফিরছে না পঞ্চায়েত কর্তৃপক্ষের তাহলে কি প্রাণহানির মত ঘটনা ঘটলে তারপর কি হুঁশ ফিরবে পঞ্চায়েত কর্তৃপক্ষের । স্থানীয় বাসিন্দারা দাবি তুলছেন সরকার খুব দ্রুত এই কালভাটের সংস্কার করুক । নরোত্তম রায় , রতন সরকার নামে স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত এসে কালভাট দেখে গেলেও কোন কাজ হয়নি । এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য আলমতি মণ্ডল বামফ্রন্টের উপরেই দায় চাপিয়েছেন , তিনি বলেন বামফ্রন্ট দায়সারা কাজ করেছে যার ফলে অল্পসময়ে বেহাল হয়েপরেছে কালভাটটি । তবে দ্রুত কালভাটের সংস্কার করা হবে বলে তিনি জানান ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments