eaibanglai
Homeএই বাংলায়গুড ফ্রাইডের ছুটিতে দুর্গাপুরে রক্তদান শিবিরের আয়োজন

গুড ফ্রাইডের ছুটিতে দুর্গাপুরে রক্তদান শিবিরের আয়োজন

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ শুক্রবার গুডফ্রাই ডে উপলক্ষ্যে এমনিতেই শুক্রবারে ছুটির আবহ। আর সেই ছুটির দিনকে পুরোদস্তুর কাজে লাগাতে সামাজিক উদ্যোগ নিল দুর্গাপুর আদালতের পশ্চিমবঙ্গ ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন। শুক্রবার ১৯শে এপ্রিল দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন তারা। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, গ্রীষ্মকালীন সময়ে শহরের বিভিন্ন হাসপাতালগুলিতে প্রায়ই রক্তের সংকট দেখা দেয়। ফলে প্রয়োজনের সময় দরকারি গ্রুপের রক্ত না পেয়ে হন্যে হয়ে ছুটে বেরাতে হয়। তাই এরকম পরিস্থিতির মধ্যে যাতে কাউকে পড়তে না হয় সেইকারনেই শুক্রবার ছুটির দিনে এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তাদের সহযোগিতা করেন দুর্গাপুর সাব ডিভিশনাল ব্লাড ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা সকলেই জানি রক্তদান হল মহৎ কাজ। আর রক্তদানের ফলে একজন সুস্থ মানুষের কোনোরকম শারীরিক ক্ষতি হয়ই না, বরং রক্তের গুণমান বাড়ে। তাই এই গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে সকলকে স্বেচ্ছায় রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এই শিবির থেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments