eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা থেকে গ্রেফতার ২১ জন মহিলা পকেটমার

দুর্গাপুরের চিত্রালয় রথের মেলা থেকে গ্রেফতার ২১ জন মহিলা পকেটমার

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বৃহস্পতিবার থেকে দেশবাসী মেতে উঠেছেন রথযাত্রা উৎসবে। জগন্নাথধাম হিসেবে বিশ্বখ্যাত পুরীর সঙ্গে সঙ্গে দেশবাসীও মেতে উঠেছেন পবিত্র রথযাত্রা উৎসবে। ব্যতিক্রম নয় শিল্পশহর দুর্গাপুর। ৪ঠা জুলাই দুর্গাপুরের স্টীল টাউনশিপ এলাকার চিত্রালয় ময়দানে শুরু হয়েছে রথযাত্রা উপললক্ষ্যে বিশাল মেলা। প্রত্যেক বছরের মতো বহু ঐতিহ্যবাহী এই মেলা উপলক্ষ্যে এবং রথ উৎসবের প্রথম দিনে মেলা উপলক্ষ্যে জনসমুদ্র নামে চিত্রালয় ময়দানে। তাই দর্শনার্থীদের ভিড় সামলাতে মেলা প্রাঙ্গণে পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়। আর সেই নিরাপত্তাবলয়ের দৌলতেই মেলার প্রথম দিনে দুর্গাপুরের চিত্রালয় ময়দান থেকে গ্রেফতার করা হল ২১ জন মহিলা পকেটমারকে। পুলিশসূত্রে জানা গেছে ধৃতেরা প্রত্যেকেই বহিরাগত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি(পূর্ব) অভিষেক গুপ্তার কাছ থেকে জানা গেছে, পুলিশের কাছে আগাম খবর ছিল যে মেলা চলাকালীন বেশ কিছু পকেটমারদের আগমন ঘটেছে শিল্পাঞ্চলে। সেইমতো পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের কড়া নজরদারিতে ধরা পড়ে ওই ২১ জন মহিলা পকেটমার। উল্লেখ্য, প্রত্যেক বছরই রথের মেলা চলাকালীন পকেটমারির ঘটনা ঘটে থাকে চিত্রালয় মেলা ময়দানে। সেই অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করেই এই সাফল্য বলে জানা গেছে। পুলিশ সূত্রে এও জানা হয়েছে মেলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশ নজরদারি জারি থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments