eaibanglai
Homeএই বাংলায়দশমীতে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দিন মজুরদের বস্ত্র বিতরণ

দশমীতে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের দিন মজুরদের বস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :

সোনামুখী বিধানসভার সোনামুখী থানার নবাসনগ গ্রামে এদিন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি গৌতম দাসের সহযোগ িগতায় নবাসনগ গ্রামের খেটে খাওয়া দিন মজুর মহিলা এবং পুরুষ দের হাতে শাড়ি ধুতি গেঙ্জি লুঙ্গি তুলে দেওয়া হয় |

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সোনামুখীর সাংগঠনিক অবজারভার ওঙ্কার নাথ সিংহ বলেন আমাদের প্রধান উদ্দেশ্য দিন আনা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো যে মানুষটা সারাদিন খেটে তার সংসারে চালাতে পারেনা ঠিকমত সে কিভাবে তার বউ ছেলেমেয়েকে দুর্গাপূজা নতুন জামা-কাপড় কিনে দেবে এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো আমাদের আজকের এই প্রয়াস আমরা সোনামুখী বিধানসভার সমস্ত গ্রাম গ্রাম ঘুরে এই সমস্ত দিনমজুরদের বস্ত্র বিতরণ করেছি আমরা চেষ্টা করবো আগামীতে বাঁকুড়া জেলা এবং খড়গপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই সমস্ত দিনমজুর শ্রমিকদের পাশে দাঁড়াতে |

ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি গৌতম দাস বলেন আজ বিজয় দশমী আমরা দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে তাদের বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি তিনি আরো বলেন আমরা যদি একে অপরের হাত না ধরি তবে সবকা সাত হবে না আর সবকা সাত না হলে সবকা বিকাশ হবে না আর আমরা চাই সবার উন্নতি , মাননীয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির যে স্বপ্ন সেই স্বপ্ন টা পূরণ করার জন্য আমরা সবকা সাত হয়ে সবকা বিকাশ করতে চাই এবং পশ্চিম বঙ্গের সমস্ত মানুষকে সুখের মুখ দেখতে চাই |

অঙ্কন বাউরি , শান্তি রাম আকুরে আজ শাড়ি ধুতি পেয়ে খুব খুশি তারা পূজোয় নতুন বস্ত্র কিনতে পারেনি আর্থিক অভাবের জন্য আজ তারা নতুন বস্ত্র পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments