eaibanglai
Homeএই বাংলায়সীমান্তে জওয়ান ভাইদের হাতে রাখি পড়াতে বাংলাদেশ রওনা দুর্গাপুরের বোনেদের

সীমান্তে জওয়ান ভাইদের হাতে রাখি পড়াতে বাংলাদেশ রওনা দুর্গাপুরের বোনেদের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ রাখীবন্ধন উৎসব। বাঙালীর ১২ মাসে তেরো পার্বনের এও এক অন্যতম। এই বিশেষ দিনে বোনেরা ভাইয়েদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ভাইয়ের হাতে রাখী পড়িয়ে দেয়। রীতি-রেওয়াজ মেনে বহু বছর ধরেই দেশ জুড়ে এই রাখীবন্ধন উৎসব পালিত হয়ে আসছে। বর্তমানে অনেক ভাইবোনেরাই কর্মসূত্রে বা অন্য কোনও কাজে বিভিন্ন সময়ে বাড়ির বাইরে থাকেন। কিন্তু রাখীবন্ধন উৎসবে তারা ফের এক জায়গায় মিলিত হন। আর যারা কর্তব্য পালন করতে গিয়ে বাড়িতে আসার সুযোগ পাননা তাদের জন্য বোনেরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। একটাই উদ্দেশ্য ভাই যেন ভালো থাকে। এমনই এক অভিনব উদ্যোগ নিল দুর্গাপুরের একঝাঁক বোনেরা। বৃহস্পতিবার ১৫ আগস্ট স্বাধীনতা দিবস তথা রাখীবন্ধন উৎসব। দেশের ১৩০ কোটিরও বেশি মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারেন তার জন্য আন্তর্জাতিক সীমান্তে সদা প্রহারায় দেশের বীর জওয়ান ভাইয়েরা। দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করতে গিয়ে রাখীবন্ধন উৎসবে বাড়িতে আসা সম্ভব হয়নি। কিন্তু তাতে কি, দুর্গাপুরের স্বদেশ বিকাশ মঞ্চের উদ্যোগে ৪০ জন মহিলা ও স্বদেশ বিকাশ মঞ্চ কর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বুধবার সীমান্তে প্রহরারত ভাইদের হাতে রাখি পড়াতে পাড়ি দিলেন সুদূর বাংলাদেশের “হরদাস বর্ডার”-র উদ্দেশ্য। বুধবার বাংলাদেশগামী বাসযাত্রীদের যাত্রার শুভ উদ্বোধন করেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বান কোলে। সীমান্তে কর্তব্যরত ভাইদের রাখি পড়াতে বোনেদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহকুমাশাসক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments