eaibanglai
Homeএই বাংলায়ভোট প্রচারে বসিরহাটে তারকা প্রার্থী নুসরত, পিছিয়ে নেই অন্যরাও

ভোট প্রচারে বসিরহাটে তারকা প্রার্থী নুসরত, পিছিয়ে নেই অন্যরাও

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় লোকসভা ভোটেই নতুন ইনিংস শুরু করেছেন তিনি। এতদিন সিনেমার পর্দায় যাকে দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ সেই বাংলা ছবির নায়িকায় আজ তাদের চোখের সামনে। আসন্ন লোকসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। হ্যাঁ, বর্তমান বাংলা চলচ্চিত্র জগতের খুবই পরিচিত মুখ নুসরত জাহান। শুক্রবার বসিরহাটে তাঁর কেন্দ্রে তৃতীয় দফার দ্বিতীয় দিনে একপ্রস্থ ভোট প্রচার সেরে নিলেন। এদিন হাড়োয়ার খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের লালন মেলার মাঠে কর্মীদের নিয়ে বৈঠক ও জনসভা করেন তিনি। সেখানে প্রার্থী নুসরতের হাতে বিভিন্ন সময়ে রাজ্যে নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান সংগ্রামের ছবি বিশিষ্ট একটি স্মারক তুলে দেন দলীয় কর্মীরা। বিগত দিনে একাধিকবার রাজনৈতিক হিংসার বলি হয়েছেন বহু মানুষ, তাই সেইদিনগুলির কথা স্মরণ করে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানান সংগ্রামকালীন নানা মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে ওই স্মারকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী ছবিবিশিস্ট স্মারক হাতে পেয়ে আপ্লুত বসিরহাট কেন্দ্রের তৃণমূল তারকা প্রার্থী নুসরত জাহান জানান, ওনার লড়াই-সংগ্রামের আদর্শ নিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকব এবং উন্নয়ন কাজ করে যাবো। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছে বলে মতপ্রকাশ করেন নুসরত।

একদিকে মুখ্যমন্ত্রীর আদর্শকে পাথেয় করে যখন আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী দলের সঙ্গে ভোট যুদ্ধে নামার অঙ্গীকার করছেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান তখন জনসংযোগ বাড়াতে অভিনব নৌকাবিহার করে প্রচারে নামলেন বসিরহাটের কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলুর। শুক্রবার সন্দেশখালি ব্লকের কালিনগর এবং নেজাট এর বিস্তীর্ণ এলাকাজুড়ে অভিনব ভোট প্রচার করেন তিনি। প্রথমে নদীপথে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন অভাব-অভিযোগের কথা শোনেন। এরপর কালিনগর শহরের দোকানদার থেকে শুরু করে ক্ষেতমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। ভোটপ্রচারে কেমন সাড়া পাচ্ছেন এবিষয়ে জানতে চাওয়া হলে কংগ্রেস প্রার্থী কাজী আব্দুর রহিম দিলুর জানান, জাতীয় কংগ্রেসের উপর সাধারণ মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। রাজ্যে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। তবে বসিরহট লোকসভা কেন্দ্রে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআই, এবং কংগ্রেসের চতুর্মুখী লড়াইয়ে কে কতটা সাফল্য পাবেন তার উত্তর দেবে সময়। অন্যদিকে ভোট প্রচারে খুব একটা পিছিয়ে নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরাও। শনিবার তিনি বিষ্ণুপুরে ষাড়েশ্বরের শিবের গাজনে উপস্থিত হয়ে ভোট প্রচারে সামিল হন। সংগঠনের অভাবে সিপিএম প্রার্থী সুনীল খাঁ ও কংগ্রেসের প্রার্থী নারায়ন চন্দ্র খাঁর প্রচার সেভাবে চোখে না পড়লেও তৃণমূল ও বিজেপি প্রার্থী নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন জোরকদমে। রোদের উত্তাপ সত্ত্বেও প্রচারে খামতি রাখছেন না অধ্যাপক তথা বিষ্ণপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল সাঁতরা মহাশয়। এদিন শিবের গাজনে উপস্থিত হয়ে সেখানকার ভক্তদের সাথে কথা বলেন তিনি। মন্ত্রী তথা তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে দারুণ খুশি ভক্তরাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments