eaibanglai
Homeএই বাংলায়ধূমপান মুক্ত এলাকা গড়তে লাউদোহার পানশিউলি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

ধূমপান মুক্ত এলাকা গড়তে লাউদোহার পানশিউলি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের অভিনব উদ্যোগ

সোমনাথ মুখার্জি, লাউ দোহা :- বুধবার লাউদোহার পানশিউলি উচ্চ বুনিয়াদি বিদ্যালয় দ্বারা আয়োজিত মাদক বর্জন কর্মসূচিতে অংশ নিল বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষিকা থেকে  ছাত্র ছাত্রী বৃন্দ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিবন কৃষ্ণ কন্ডু মহাশয় জানান,”যেভাবে বর্তমান সমাজ মাদকাসক্ত হতে পড়ছে,তাতে আগামী দিনে যুব সমাজ ধংসের পথে যেতে পারে “। তাই মাদক দ্রব্য যে কতটা মারাত্মক মানুষের জন্য সেই সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞ্যান ও সাথে সাথে সাধারণ মানুষকে অবগত করা যে মাদক দ্রব্য বর্জ্য ন করুন এছাড়াও স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে এধরনের প্রচারের কারণ হিসাবে জিবন বাবু বলেন,অনেক ক্ষেত্রে নানান ভাবে প্রচার করে লাভ খুব একটা হয়না,তাই যদি যে বাড়ির বাচ্চা সেই যদি বাড়ির বড়দের মাদক দ্রব্য বর্জ্য ন নিয়ে অবগত করে তাহলে কাজ ভালো হয়। তাই ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রচার। লাউদোহার পানশিউলি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের মাদক  দ্রব্য বর্জন কর্মসূচিতে শিক্ষক দের সাথে স্বক্রিয় ভাবে অংশ নিয়ে এলাকার সাধারণ মানুষকে মাদক দ্রব্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিদ্যালয়ের কচি কাঁচারা। বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটা রেলি করে এলকায় সাধারণ মানুষকে । সরকারি নির্দেশ অনুসারে বিদ্যালয়ের একশ মিটারের মধ্যে কোনও মাদক জাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না,বিক্রি করলে সেই ব্যক্তির ২০০টাকা জরিমানা হবে বলে বিদ্যালয়ের তরফে বলা হোয় ।এবং যেসব দোকানদার বর্তমানে বিদ্যালয়ের একশ মিটারের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করছেন তাদের বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা তাদের গোলাপ ফুল দিয়ে অনুরোধ করে দোয়া করে মাদক দ্রব্য বিক্রি না করতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাগচী, গোগলা পঞ্চায়েত প্রধান প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments