eaibanglai
Homeএই বাংলায়বর্ধমানে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বিজেপি আদিবাসী মোর্চার সদস্য

বর্ধমানে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার বিজেপি আদিবাসী মোর্চার সদস্য

সংবাদদাতা, বর্ধমানঃ- তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় বিজেপি সমর্থক এক আদিবাসী যুবককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাকে ১০ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাত্রে বাড়ি ফেরার সময় মাধবডিহি থানার আলমপুরে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল কর্মী অনিল মাঝি {৪৭}কে। চপার দিয়ে মাথায় আঘাত করার পর মোটরবাইক থেকে তিনি পড়ে গেলে বাঁশ দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় । পরে দেহ টানতে টানতে একটি পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। তার মোটরবাইকটি ফেলে দেওয়া হয় অন্য পুকুরে। খুনের ঘটনা জানাজানি হতেই তৃণমূলের জেলা নেতৃত্বে আলমপুরে ছুটে যান, মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক নেপাল ঘ্রুই দাবি করেন অনিল কে পরিকল্পনামাফিক খুন করেছে বিজেপি। সেই মোতাবেক সাতজন বিজেপি ক্যাডারের নামে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে কৃষ্ণ হাসদা নামে বিজেপির আদিবাসী এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ । এদিন আদালতে কৃষ্ণ জানায় একটি বাঁশ দিয়ে বার বার আঘাত করে অনিল কে সে একাই মেরে ফেলেছে। কারণ অনিল তাকে বিজেপি ছাড়া জন্য চাপ দিচ্ছিল । কৃষ্ণের এই জবানবন্দি অবশ্য সহজভাবে নিচ্ছে না পুলিশ। জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানান “ধৃত কে আরো ভালো ভাবে জেরা করা হবে, দেখা হবে আসল ঘটনা আড়াল করতে সে মিথ্যা বলছে কি না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments