eaibanglai
Homeদক্ষিণ বাংলাপানাগড়ে শুরু হল প্রাকৃতিক গ্যাসের গ্রিড তৈরীর কাজ

পানাগড়ে শুরু হল প্রাকৃতিক গ্যাসের গ্রিড তৈরীর কাজ

নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশ যোজনা প্রকল্পের আরও এক রূপায়ন। পানাগড়ে শুরু হয়ে গেল প্রাকৃতিক গ্যাসের গ্রিড তৈরীর কাজ। গেইল নামক এক সংস্থার হাত ধরে প্রথম পর্যায়ে ২ হাজার ৬৫০ কিলোমিটার ব্যাপী গ্যাসের পাইপ লাইন বসানোর কাজ চলবে। যার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু অংশ। প্রথম ধাপে এই পাইপ লাইন বসানোর জন্য কেন্দ্রীয় তরফে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এরপর হলদিয়া, দুর্গাপুর, পানাগড়ের বিভিন্ন অংশে পাইপ লাইনের জন্য বরাদ্দ করা হয় আরও ৩ হাজার ৩১৯ কোটি টাকা। জানা গেছে ২০১৯ এর মধ্যে এই পাইপ লাইন বসানোর কাজ শেষ হবে। একবার প্রাকৃতিক গ্যাসের গ্রিড চালু হলে দেশের ৫টি সার কারখানায় নিয়মিত এই গ্যাস সরবরাহ যেমন সম্ভব হবে, তেমনি কয়েকগুণ কমবে দূষণের হার ও জ্বালানী গ্যাসের খরচ। শুধু তাই নয়, কেন্দ্রীয়  পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রালয় সুত্রে জানা গেছে, গ্যাসচালিত যানবাহনের জন্য বিভিন্ন জায়গায় বসানো হবে বর্তমান পেট্রোল পাম্পের মতো ফিলিং স্টেশন। এর একদম শেষপর্যায়ে গৃহস্থের ঘরে ঘরে পাইপ লাইনের মাধ্যমে নলবাহিত গ্যাস পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার প্রথম ধাপের কাজ শুরু হয়ে গেল পানাগড়ে গ্রিড তৈরী প্রক্রিয়া চালুর মাধ্যমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments