eaibanglai
Homeএই বাংলায়প্যাঙ্গোঁলিন সহ পুরুলিয়ার ধাবায় আটক ৩ পাচারকারি

প্যাঙ্গোঁলিন সহ পুরুলিয়ার ধাবায় আটক ৩ পাচারকারি

সংবাদদাতা, পুরুলিয়াঃ- দশ লক্ষ টাকায় একটি প্যাঙ্গোঁলিন কিনতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিনজন। পুরুলিয়ার পাড়া থানা এলাকার দঁড়দা গ্রামে। বৃহস্পতিবার রাত্রে।
পাড়া থানার ওসি বিশ্বজিৎ বন্দোপাধ্যায়ের কাছে গোপন সূত্রে খবর আসে, জঙ্গঁল থেকে ধরা একটি প্যাঙ্গোঁলিন (চলতি কথায় যাকে বনরুই বলে চেনে লোকে) বিক্রী করতে যাচ্ছে একদল পচারকারী। খবর পেয়ে বিশ্বজিৎ তার সতীর্থদের নিয়ে দঁড়দা গ্রামের পাশে একটি লাইন হোটেলে ছদ্মবেশে ওৎ পেতে বসে থাকেন। কিছুক্ষন পরই তিন প্যাঙ্গোঁলিন ক্রেতা উকিল আনসারি, জনার্দন মাহাতো ও রাজেশ আনসারি সেখানে পৌঁছায়। তার অল্পক্ষন পরই একটি বস্তায় ভরে প্যাঙ্গোঁলিনটি নিয়ে আসে অন্য একটি দল। কিন্তু, পুলিশের উপস্থিতি আঁচ করে তারা প্রানীটিকে হোটেলে ছেড়ে দিয়েই চম্পট দেয়। পুলিশ সাথে সাথেই আটক করে ওই তিন ক্রেতা কে। তাদের বাড়ী বহড়া ও সাঁওতালডিহি থানা এলাকায়। প্যাঙ্গোঁলিনটি উদ্ধার করে বন দপ্তরের হেপাজতে রাখা হয়েছে। পুরুলিয়া – পাড়া বনাঞ্চলের ভারপ্রাপ্ত আধিকারিক অঙ্কিতা ভাদুড়ি জানান, “উদ্ধার করা ওই প্যাঙ্গোঁলিনটির ওজন ১৪ কেজি। লম্বায় তিন ফুট। ওটিকে আপাতত; পর্যবেক্ষণের জন্য শহরের কাছেই সুরুলিয়া মিনি জু তে রাখা হয়েছে”।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments