eaibanglai
Homeএই বাংলায়পথশিশুদের ভুলিয়ে অপরাধমূলক কাজ করানোর চেষ্টা, ধৃত ১

পথশিশুদের ভুলিয়ে অপরাধমূলক কাজ করানোর চেষ্টা, ধৃত ১

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ পথশিশুদের অসহায়তার সুযোগ নিয়ে অপরাধমূলক কাজে যুক্ত করার চেষ্টা। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মাতলা ব্রিজ এলাকার। অভিযুক্তের নাম সুনীল মণ্ডল (৪০)। নিজেদের এবং পরিবারে অভাবের তাগিদে বিভিন্ন শহরেই বিভিন্ন রাস্তায় রাস্তায় নিত্যদিন চোখে পড়ে খুদে পথশিশু এবং কিশোর-কিশোরীদের। পেট চালাতে তারা শহরের আনাচে-কানাচে কাগজ, প্লাস্টিক কুড়িয়ে জীবিকা নির্বাহ করে। ঠিক তেমনিই চার শিশু ক্যানিং-র মাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় কাগজ ও প্লাস্টিকের সামগ্রী কুড়াচ্ছিল। অভিযোগ সেইসময় সুনীল মণ্ডল নামে ওই ব্যক্তি চার শিশুকে ডেকে অপরাধমূলক কোনও কাজের উদ্দেশ্যে তাদের নানাভাবে উত্যক্ত করতে থাকে। নিজেদের উপস্থিত বুদ্ধির জেরে ওই চার পথশিশু সন্দেহজনক ওই ব্যক্তির গতিবিধি পুলিশের নজরে আনলে পুলিশ তৎক্ষনাত ওই অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার হওয়া ওই শিশুদের বয়ান থেকে জানা গেছে, তারা যখন ওই এলাকায় কাগজ কুড়াচ্ছিল সেইসময় ওই ব্যক্তি এসে তাদের নানাভাবে ভুলিয়ে ব্রিজের নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা না শোনায় তাদের নানাভাবে উত্যক্ত করছিল বলেও জানিয়েছে তারা। সকলকেই জিজ্ঞাসাবাদের জন্য ক্যানিং থানায় নিয়ে যাওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments