eaibanglai
Homeএই বাংলায়স্থায়ীকরণ বেতনবৃদ্ধি সহ কয়েকটি দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

স্থায়ীকরণ বেতনবৃদ্ধি সহ কয়েকটি দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ অস্থায়ী কর্মীদের

জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়াঃ- ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এখানে প্রায় এগারোজন অস্থায়ী কর্মী রয়েছে। আজ প্রায় আট বৎসর ধরে কাজ করছেন অল্প বেতনে। আর এই অগ্নিমূল্যের বাজারে এই বেতনে সংসার চলা মুশকিল এ বিষয়ে আধিকারিক দের বহুবার জানিয়েছি লাভ হয়নি তাই আজ এই অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ কারী অস্থায়ী কর্মচারী আনন্দ মাহাতো বলেন, আজ আমাদের কথা কেও শুনছেনা তাই এই পথ বেছেনিলাম আমরা এগারো জন অস্থায়ী কর্মী আছি আট বৎসর ধরে কাজ করে আসছি তাই আমাদের কয়েকটি দাবি নিয়ে অবস্থান যেমন বেতন বৃদ্ধি। স্থায়ীকরণ পি এফ অন্তর্ভুক্ত তথা আরও কয়েকটি দাবি আছে আমাদের সুবিচার না হওয়া পর্যন্ত তথা কর্তৃপক্ষ আমাদের আসস্থ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এবিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ মন্ডল জানান, তারা অনেক দিন ধরে কাজ করছে কিন্তু তাদের দাবিগুলো পূরণ করার আমার ক্ষমতা নাই। এটা রাজ্যের ব্যাপার তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। আমার পখে যে সকল কাজ করণীয় থাকবে সেগুলো অবশ্যই দেখা হবে|

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments