সংবাদদাতা, মুর্শিদাবাদ:- বিদ্যুৎ সংযোগ থাকা বাড়িতে পোস্ট পেইড মিটারের সমীক্ষা করতে এসে এলাকায় এনআরসি আতঙ্কের জেরে চরম নাকালের মুখে পড়তে হলো বেসরকারি সংস্থার বিদ্যুৎ কর্মীকে।বেলডাঙা ঝুনকা গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করা হয় ওই মিটার পরীক্ষক যুবককে। জানা যায়,স্বাভাবিক নিয়মেই বিদ্যুতের পোস্ট পেইড কানেকশন থাকা মিটারের নথি পরীক্ষার জন্য গ্রামে যান একটি বেসরকারি সংস্থার যুবক। মিটারের মালিকানা কার নামে রয়েছে সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ ও কাগজপত্র দেখতে চাইলে আচমকা গ্রামেরমানুষজন ঘিরে ধরে মারমুখী ভাবে তেড়ে আসে ওই যুবককে। এতেও কাজ না হলে সকলে মিলে যুবককে ঘিরে ধরে আটকে রাখে। গ্রামবাসীদের ওই যুবক বারংবার বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হয় যে মিটার পরীক্ষার জন্যই সে এলাকায় এসেছে। এমনকি যুবক তার নিজের পরিচয় পত্র ও কোম্পানির যাবতীয় তথ্য জানালেও গ্রামবাসিরা তাকে ছাড়তে রাজি হয়নি। কোনোক্রমে এই খবর প্রশাসনের কাছে পৌঁছলে তারা এসে তাকেউদ্ধার করে উত্তেজিত গ্রামবাসী হাত থেকে। এবং পরে পরীক্ষা করে দেখা যায় ওই যুবক আদতেই মিটার পরীক্ষার জন্যই একটি বেসরকারি সংস্থার তরফ থেকে এলাকায় আসে। চোখেমুখে আতঙ্ক কাটাতে তাকে এলাকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।