সংবাদদাতা, ক্যানিং : অত্যাধিক ভিড়, একটু ও তিল ধারণের জায়গা নেই ট্রেনের মধ্যে। আর সেই চলন্ত ভিড় ট্রেন থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক যুবক। আহত এর নাম অসিত দাস(২৮)। ঘটনাটি ঘটেছে শিয়ালদহের দক্ষিণ শাখা ক্যানিং স্টেশন। স্থানীয় সূত্রে, ক্যানিং থানা নোনা ঘেরি গ্রামের বাসিন্দা ওই যুবক কলকাতা থেকে কাজ করে ট্রেনে বাড়ি ফিরছিলেন। আর ট্রেন অত্যাধিক ভিড় থাকায়, ক্যানিং স্টেশনে ঢোকার আগে চলন্ত ট্রেন থেকে পা পিছলে পড়ে যায় ওই যুবক। এরপর সহযাত্রীরা ও স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক।