সংবাদদাতা, মুর্শিদাবাদ :
মাঝে কয়েক ঘন্টা অতিবাহিত হলেও শেষ পর্যন্ত রবিবার বিকেল অবধি ডোমকলের পাড়দিয়াড় চিকিৎসকের চেম্বারে মধ্যে ঢুকে চিকিৎসক কে গুলি করে খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।এই দিন এই ঘটনায় মুর্শিদাবাদের নবনিযুক্ত পুলিশ সুপার বলেন,”এখনই তদন্তের স্বার্থে সবটা বলা সম্ভব নয় তবে এই ঘটনায় নদীয়ায় কিছুই মিসিং লিঙ্ক এর হদিস মিলেছে সেই মতো জেলা পুলিশের একটি টিম নদীয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ঘটনার কিনারা করা সম্ভব হবে”।প্রসঙ্গত,শনিবার মুখ ঢাকা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে চেম্বারে ঢুকে এলোপাতাড়ি গুলি করে খুন করে পাড়দিয়াড় গ্রামের কোয়াক ডাক্তার আল আমিন শেখ (৩৫) কে ।প্রতিদিনের মতো এদিনও নিয়ম করেই ওই কোয়াক ডাক্তার তার চেম্বারে বসে রোগী দেখছিলেন।হঠাৎই বাইরে থেকে বাইকে করে পাঁচ-সাতজন মুখে কালো কাপড় বাঁধা দুষ্কৃতী বন্দুক নিয়ে সটান ঢুকে পরে ডাক্তারের চেম্বারে।কোন কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় তাকে লক্ষ্য করে।