সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ- পাণ্ডবেশ্বরের নবগ্রামে কুয়ো থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল। নাবগ্রামের বিলাসপুরিয়া সেন্টারের ঘটনা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে এলাকার একজন কুয়ো থেকে জল তুলতে গেলে তার বালতি জলে পড়ে যায় । সে বালতি তুলতে বালতি তোলার কাঁটা নিয়ে এসে বালতি তোলার চেষ্টা করতেই কুয়োর মধ্যে থেকে এক ব্যক্তির মৃতদেহ উঠে আসে। ভয়ে সে পালিয়ে গিয়ে পাড়ার লোককে খবর দেয় । খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় । যদিও মৃত্যুর কারণ নিয়ে ধন্ধ কাটেনি।
অন্যদিকে মৃতদেহ তোলার পর মৃতদেহ শনাক্ত করেন পরিবারের লোকেরা । জানা যায় মৃত ব্যক্তির নাম কিসন বাউরি, বয়স ৪৫ বছর,। নাবগ্রামেরই বাসিন্দা কিসন গত দু দিন ধরে নিখোঁজ ছিলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রাবর্তী। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।অন্যদিকে ভোটের মুখে অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকায়।