eaibanglai
Homeএই বাংলায়বেসরকারি খনির শ্রমিকদের কাছ থেকে কাট মানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব...

বেসরকারি খনির শ্রমিকদের কাছ থেকে কাট মানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব নেতার বিরুদ্ধে।

সংবাদদাতা অন্ডাল:- বেসরকারি খনিতে কাট মানির টাকা  বন্ধ করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পান্ডবেস্বরের তৃণমূল যুব সভাপতি সঞ্জয় যাদবের হাতে মার খেলেন মঙ্গল সিং নামে এক ডাম্পার ড্রাইভার। সোমবার  রাত্রি আট টা নাগাদ ঘটনাটি ঘটে হরিপুর কলিয়াড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে।আহত মঙ্গল সিং এর সহকর্মীরা জানান যে, সো নপুর বাজারি প্রজেক্ট এর আওতায় থাকা পাঁচটি খোলা মুখ খনি তে প্রায় ১৭০০ ঠিকা শ্রমিক কাজ করেন। সরকারি নির্ধারিত মজুরি তারা পায় না বলে অভিযোগ ঠিকা শ্রমিকদের।৮৯৪ টাকার পরিবর্তে তাদের দেওয়া হয় মাত্র ৬০০ টাকা করে।ওই খনির তৃণমূলের  ঠিকা শ্রমিক সংগঠনের দ্বায়িত্বে রয়েছেন এলাকার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির ঘনিষ্ট যুব নেতা সঞ্জয় যাদব। তিনি শ্রমিকদের টাকা দীর্ঘদিন ধরে আত্মসাৎ করছেন বলে শ্রমিকদের অভিযোগ। যাতে মজুরির পুরো টাকাটা শ্রমিকরা পায় সেজন্য গত নভেম্বর মাস থেকে মঙ্গল সিং এর নেতৃত্বে আন্দোলন  শুরু করেন  তার সহ কর্মীরা । এতেই ক্ষিপ্ত হয় যুব নেতা সঞ্জয় যাদব মঙ্গলবার রাত আট টা নাগাদ ,হরিপুরের দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়ে বেদম মার ধোর করে ও তার গায়ে পেট্রোল ঢেলে প্রাণে মারার চেষ্টা করে যুব নেতা সঞ্জয় যাদব ও তার কিছু সাক রেদ বলে অভিযোগ করেন মঙ্গল সিং এর ভাই কলবির সিং ।এরপর কাট মানি বন্ধ ও  গ্রেপ্তারের  বিক্ষোভের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মঙ্গলের সহ কর্মীরা ।মঙ্গল বারও এলাকার খনিগুলিতে উৎপাদন ও পরিবহন বন্ধ রয়েছে বলে সংস্থার সূত্রের খবর। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় যাদব জানান তার বিরুদ্ধে ওঠা সমস্থ অভিযোগ মিথ্যা ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments