eaibanglai
Homeএই বাংলায়রাতের অন্ধকারে হাতির উপদ্রব আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

রাতের অন্ধকারে হাতির উপদ্রব আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

সঞ্জীব মল্লিক,বাঁকুড়া : গঙ্গাজলঘাটিতে দিনের পর দিন হাতির উপদ্রব ক্রমে বেড়েই চলেছে। গতকাল রাতে গঙ্গাজল ঘাটির কাপিষ্ঠা ও কেন্দুয়াডিহি স্কুলের প্রাচীর ভেঙে দেয় একটি হাতি। এছাড়াও দরজা ভেঙে মিডডে মিলের চাল খাওয়ার চেষ্টা করে। এখানেই থেমে থাকেনি হাতিটি । কেন্দুয়াডিহি গ্রামের বেস কয়েকটি মাটির বাড়ি ভেঙে দেয়। রিতিমত এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়। গ্রামের একটি মুদি দোকান থেকে চালও খায় গজরাজ এবং বেশ কিছু চাল রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে দেয়। এছাড়াও চাষিদের কুমড়ো জমি থেকে প্রায় ৫০ কুইণ্টাইল কুমড়ো খেয়ে নেয় যার আনুমানিক মুল্য প্রায় ৩০ হাজার টাকা । রাতভর গজরাজের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে রিতিমত আতঙ্ক ছড়ায় এলাকায় । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার বনদপ্তরকে জানানো হলেও বনদপ্তর সেই অর্থে তাদের ভূমিকা পালন করছে না । এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এই মুহূর্তে তাদের দাবি আর কোন ক্ষতি করার আগে বনদপ্তর হাতিটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করুক ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments