সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
অসাবধানতা জনিত কারণে সন্ধ্যায় বাড়িতে রান্না করার সময় আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনায় গুরুতর জখম ওই মহিলার দুই নাবালক সন্তান।মৃতের নাম জোৎস্না মণ্ডল(৩১)।বহরমপুরের খোর দীঘি এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।তড়িঘড়ি ওই অগ্নিদগ্ধ অবস্থায় মহিলাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।জোৎস্না মণ্ডলের সাথে এই ঘটনায় ওই সময় ঘরে থাকা তার ২সন্তানও আগুনে গুরুতর ভাবে পুড়ে যায়।তাদের কলকাতায় রেফার করা হয়েছে।