eaibanglai
Homeএই বাংলায়অজানা জ্বরে পুরুলিয়া জেলায় আক্রান্ত শতাধিক

অজানা জ্বরে পুরুলিয়া জেলায় আক্রান্ত শতাধিক

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ রাজ্যে ইতিমধ্যেই ঢুকেছে বর্ষা। আর বর্ষা মানেই জল ও মশাবাহিত নানানধরণের রোগের প্রকোপ বাড়ে লাফিয়ে লাফিয়ে। ডেঙ্গু, ম্যালেরিয়া, ভাইরাসজনিত জ্বর সহ ডায়েরিয়া এই মরসুমে হামেশাই দেখা দেয়। ঠিক সেইভাবেই বর্ষা ঢুকতেই পুরুলিয়া জেলার বরাবাজার এলাকার বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে অজানা জ্বরের আতঙ্ক। ইতিমধ্যেই এই অজানা জ্বরের প্রকোপে হাসপাতালে চিকিৎসাধীন এলাকার প্রায় কয়েকশো মানুষ। আক্রান্তদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, তারপরেই সারা গায়ে অসহ্য যন্ত্রণা, খাওয়ায় অরুচি, দুর্বলতা, কাশি সহ নানান উপসর্গ দেখা দিচ্ছে। বরাবাজার হাসপাতালের চিকিৎসক ডা: দীপাঞ্জন বিশ্বাস জানিয়েছেন, বর্ষার গুমোট গরম ও বৃষ্টিতে ভাইরাল ফিভার ব্যাপকভাবে দেখা দিয়েছে| বিশেষত এই জ্বরে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। কখনও কখনও তাপমাত্রা ১০২ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে| তিনি জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে এই জ্বর আরো কিছুদিন চলবে| সরকারি হাসপাতাল ছাড়াও বিভিন্ন ক্লিনিকে রোগীদের ভিড় জমছে প্রতিদিন| প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় ব্লিচিং ও মশা নিধনের স্প্রে করার কাজ শুরু হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments