eaibanglai
Homeএই বাংলায়১০০০ টি অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশু আলয়ের পঞ্চম বার্ষিকী আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ

১০০০ টি অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশু আলয়ের পঞ্চম বার্ষিকী আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ

সংবাদদাতা, পুরুলিয়াঃ- ১০০০ টি অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশু আলোয় এর আনুষ্ঠানিক উদ্বোধন হল আজ। পঞ্চম বার্ষিকী শিশু আলোয় দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় জেলার ১০০০ টি অঙ্গন বাড়ি কেন্দ্রের শিশু আলোয় এর উদ্বোধন হলো আনুষ্ঠানিক ভাবে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ঝালদা এক নাম্বার ব্লকের পুরানো ঝালদায়। অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধনের মধ্যে দিয়ে সাথে সাথে আরও ১০০০ টি পুরুলিয়া জেলার শিশু আলোয় এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন শ্রীমতি সন্ধ্যারানী টুডু। রাষ্ট্রমন্ত্রী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ۔ও পুরুলিয়া সভাধিপতি সুজয় বন্ধ্যোপাধ্যায়। সুজয় বাবু বলেন, এই সাধারণ মানুষ এই অঙ্গনবাড়ি কেন্দ্র গুলকে খিচুড়ি ঘাটা সেন্টার বলে জানতো তাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনায় শিশু আলোয় এর রূপ দেওয়া হয়েছে যেখানে গরিব শিশুরা ভালোভাবে পড়ার শুরুটা ও পুষ্টিকর খাবার পাবে। যেটা কেন্দ্র সরকার বন্ধ করে দিতে চাইছে কিন্তু রাজ্যের মাননীয়া মন্ত্রী এখানে বন্ধ করছে না কারণ অনেক মহিলা রোজগার হারাবে তাই জেলাই আরও ১০০০ টি সুসজ্জিত শিশু আলোয় এর উদ্বোধন করা হলো। আর আজকের অনুষ্ঠানে কয়েকটি অঙ্গনবাড়ি কেন্দ্রকে পুরস্কৃত করা হয়। তাতে শিশু বান্ধব ও সুসজ্জিত অঙ্গনবাড়ি প্রথম পুরস্কার পাই ঝালদা এক নাম্বার শিশু বিকাশ প্রকল্প কে পুরস্কার তুলে দেন শ্রীমতি সন্ধ্যারানী টুডু। এ রকম রঘুনাথপুর ও বলরামপুর শিশু বিকাশ কেন্দ্রের সিডিপিও দের হাতে পুরস্কার তুলে দেন সবাধিপতি সুজয় বন্ধ্যোপাধ্যায় ও নিয়তি মাহাতো। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত। ঝালদা এক নাম্বার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাস ঝালদা একনাম্বার ব্লক পঞ্চায়েত সভাপতি বিনা মাহাতো সহকারী সভাপতি শেখ সুলেমান সহ জেলার অন্যান্য প্রশাসনিক কর্তাগন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments