সন্তোষ মন্ডল, আসানসোলঃ- রানীগঞ্জের কুনুস্তোড়ি এরিয়ার বাঁশরা কোলিয়ারি তে ডুলি আছেরে আহত হল ১১ জন খনি কর্মী। প্রায় ২৫-৩০ ফুট উচ্চতা থেকে ওই ডুলি আছড়ে পড়ে বলে জানা যায়। গতকাল বিকেল পাঁচটা নাগাদ সেকেন্ড শিফট এর কাজে যোগ দেওয়ার সময় ঘটে এই ঘটনা। জানা গেছে আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চারজনকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। অপরজনকে বাশড়া এরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনের এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা শুরু হয় খনি চত্বরে। খনির যন্ত্রাংশ বিকল হওয়ার কারণেই এ ধরনের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে এসে পৌঁছান ইসিএলের উচ্চপদস্থ আধিকারিক রা। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছেন তারা। আহত শ্রমিকরা প্রথমে বুঝতেই পারে না কি ঘটতে চলেছে তারপর হঠাৎ করেই আছেরে পরে ডুলি। এই ঘটনায় খনির নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল।