সংবাদদাতা, খন্ডঘোষঃ- কার্যতঃ গোটা খন্ডঘোষ থানাই এখন করোনার দখলে। মঙ্গঁলবার সন্ধ্যায় থানার আরো ১২ জন পুলিশ কর্মীর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কারন, ওই ১২ পুলিশ কর্মীর সকলের রিপোর্টই কোভিড-১৯ পজিটিভ। গত সপ্তাহেই থানার ১৮ জন পুলিশ কর্মচারীর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তাদের মধ্যে থানার ওসি প্রসেনজিৎ দত্ত একমাসের মধ্যে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পুলিশ কর্মীদের বেশিরভাগই হোম-কোয়ারান্টাইনে রয়েছেন।
নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই নিয়ে থানার মোট ৫১ জন পুলিশ কর্মীর ২৯ জনই করোনা-আক্রান্ত হলেন। থানায় সংক্রমন বাড়ায়, অস্থায়ীভাবে একটি অনুষ্ঠান বাড়ী ভাড়া নিয়ে থানার কাজকর্ম চালানোর প্রস্তাবও আসে। তবে, জেলা পুলিশ বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।