এই বাংলায় ওয়েব ডেস্কঃ- একটি বিশালাকৃতির ধূমকেতু ছুটে আসছে পৃথিবীর দিকে।যতদূর জানা গেছে এই ধুমকেতুটি দুই লেজ ওয়ালা। ১৪ জুলাই ভারতের আকাশে প্রথম এই ধূমকেতুকে দেখতে পাওয়া যাবে। ওড়িশার তারামন্ডলের উপনির্দেশক ডাঃ শুভেন্দু পটনায়ক এই ধুমকেতুর বিষয়ে বলেছেন- “এই বছরের মার্চ মাসেই এই ধুমকেতুর আসার কথা ছিলো। এমনটাই জানিয়েছিলো নাসার তরফ থেকে৷ পৃথিবী থেকে এই ধূমকেতুর দূরত্ব মোটে ২০ কোটি কিমি। নাসা স্পেস স্টেশন থেকে এই ধুমকেতুর সাম্প্রতিক ছবিও প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক কালের এই ধুমকেতুর ছবিটি পোস্ট করেছেন মহাকাশচারী বব বেহেনকেন। এই ধুমকেতুটি ১৪ জুলাই এর পর থেকে একটানা ২০ দিন আকাশে দেখা যাবে। উত্তর গোলার্ধের উত্তর আকাশেই দীর্ঘ সময় ধরে এই ধুমকেতুটিকে দেখা যাবে। এই ধুমকেতুটির আসল নাম সি/২০২০ এফ ৩৷ এই ধুমকেতু টি দুই লেজওয়ালা। এই ধুমকেতুর প্রসঙ্গে বিঞ্জানীরা বলেছেন যে, আগামী ১৪ জুলাই এই ধুমকেতু প্রথম দেখা গেলেও ১৪ জুলাই এর পর প্রতিদিন সূর্যাস্তের পর ২০ মিনিট দেখা যাবে এই ধুমকেতু কে। এই ধূমকেতুটির উজ্জ্বলতার কারণেই কোনো টেলিস্কোপ ছাড়া খালি চোখেই এই দুই লেজ ওয়ালা ধুমকেতুটিকে দেখা যাবে৷ এই NEOWISE ধুমকেতুটি আগামী ২২ থেকে ২৩ জুলাই পৃথিবীর সবচেয়ে কাছে আসবে৷ ধূমকেতুটি যে মুহুর্তে পৃথিবীর কাছাকাছি চলে আসবে সেই মুহূর্তে উভয়ের মধ্যে দূরত্ব হবে ১০ কোটি কিমি মাত্র। দুইটি বিশাল লেজ বিশিষ্ট এই ধুমকেতুটি কে নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারন নেই, কারণ এই ধুমকেতু টি পৃথিবীর কোন ক্ষতি করবে না -এমনটাই বিজ্ঞানীমহলের ধারণা।