সংবাদদাতা, বিষ্ণুপুরঃ- শনি-রবি , টানা দু’দিনের টুসু উৎসব হল বিষ্ণুপুরে। এখানকার লায়েক বাঁধ অঞ্চলের চুয়ামসিনা গ্রামে টুসু গানের আসর বসালো সিপিএমের মহিলা সমতি। তবে, উৎসবে ছিল না রাজনীতির রং। গত কয়েক বছর ধরে মকর সংক্রান্তিকে সামনে রেখে মহিলা সমিতি রাঢ় বাংলার ঐতিহ্যবাহী টুসু গানের উৎসবের আয়োজন করে আসছে।
চরম শীতেও চুয়ামসিনা, গাঙ্গুঁলিপাড়া, সর্দার পাড়ার প্রায় ১৫০ জন টুসু শিল্পী উৎসবে অংশ নেন। মহিলা সমিতির নেত্রী বাসন্তী প্রামানিক, রেনুকা বাউড়ি জানান, “যারা অংশ নিয়েছেন আমাদের এই উৎসবে, তারা প্রায় সকলেই খেত মজুর। গান গাইতে আসার সময় ঘর থেকে মুড়ি বেঁধে নিয়ে এসেছেন এই উৎসবে। সবাই গরীব আর প্রান্তিক ঘরের মানুষ। সবাই এক সাথে ভাগ করে নিয়েছেন আনন্দ”।