সংবাদদাতা, বালুরঘাটঃ- প্রতিবছর মহাসমারোহে পালিত হয় নাট্যমন্দিরের জন্মদিন কিন্ত শতাব্দী প্রাচীন এই সংস্থাটির আজ জন্মদিন হলেও আজকের দিনে এই সংস্থাটি রয়েছে অন্ধকারে নিমজ্জিত। জানা গেছে গত মে মাসে এই সংস্থার এক্সিকিউটিভ কমিটির পরিবর্তন হয়েছে। তারপর থেকেই সংস্থার উন্নতির বিষয় নতুন কমিটি উদাসীন। যে সংস্থার সাথে মন্মথ রায়ের মত বিখ্যাত ব্যাক্তিত্ব যুক্ত ছিলেন সেই শতাব্দী সংস্থার জন্মদিন পালন না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে বালুরঘাটের আপামর সংস্কৃতি প্রেমী মানুষের মনে।এই বিষয়ে নাট্যমন্দিরের প্রাক্তন সভাপতি অজিত মহন্ত কে প্রশ্ন করলে তিনি জানান এই মুহূর্তে নাট্যমন্দিরের নতুন কমিটি গঠন হয়েছে তারা কেন নাট্যমন্দিরের জন্মদিন পালন করছেন না তা বলতে পারবো না। তারা নাট্যমন্দিরের জন্মদিন পালন সম্পর্কে কি ভাবছেন তারাই ভালো বলতে পারবেন। আমি ব্যাক্তিগত ভাবে মনে করি ১১২ বছরের ঐতিহ্যবাহী এই সংস্থার জন্মদিন পালন করলে বোধ হয় ভালো হত। কারন ১১২ বছর ধরে নাট্যচর্চা এই বাংলায় আর কোথাও হয় বলে আমার জানা নেই সেই সংস্থার জন্মদিন পালিত হচ্ছে তা দুর্ভাগ্যজনক।