১৮ স্ক্র্যাব টাইফাস রোগীর সন্ধান এবার আসানসোলে

698

সংবাদদাতা, আসানসোলঃ- স্ক্র্যাব টাইফাসের জীবানু মিলল এবার আসানসোলেও। মুর্শিদাবাদ, দক্ষিন ২৪ পরগনা, হুগলীর পর এবার পশ্চিম বর্ধমানের আসানসোল। জেলা স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, সোমবার পর্যন্ত ১৮ জনের রক্তে স্ক্র্যাব টাইফাসের জীবানুর সন্ধান মিলেছে।
কয়েকদিন ধরে আসানসোল জেলা হাসপাতালে জ্বর নিয়ে পর পর কয়েকজন রোগী আসেন। তাদের ডেঙ্গুঁ পরীক্ষাও হয়। কিন্তু, চিকিৎসকরা জানাচ্ছেন, ” ডেঙ্গুঁর জীবানু নেই অথচ জ্বরের লক্ষন ছিল সংক্রমনের। তাই রক্তের নমুনা পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে”। সেখানেই, ৩৪ জনের রক্ত পরীক্ষার পর ১৮ জনের রক্তে স্ক্র্যাব টাইফাসের জীবানু মেলে। এরা প্রায় সকলেই আসানসোল পুরসভা এলাকার বাসিন্দা। পশ্চিম বর্ধমানের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অনুরাধা দে জানান, ” আতঙ্কের কোনো কারন নেই। জেলার সমস্ত সরকারি হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এই সংক্রমণ মোকাবিলার ওষুধ রয়েছে”। তিনি আরো জানান, ” বাড়ী ও তার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারন এর জীবানু পুরনো কাঠ, লতাপাতা, ঝোপে বসবাস করে”। বাইরে থেকে ঘরে ঢোকা ইঁদুরের মাধ্যমে স্ক্র্যাব টাইফাসের পোকা গৃহস্থের ঘরে এসে পড়ে আর বংশ বিস্তার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here