সন্তোষ মন্ডল, আসানসোলঃ- ফের অবৈধ বালি পাচার রুখতে অভিযানে নামলো পশ্চিম বর্ধমান ভুমি ও ভুমি সংস্কার দফতর। এদিন আসানসোল উত্তর থানার জুবিলি মোড়ে অভিযান চালিয়ে ১৮ টি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়। আটক ডাম্পার ও চালকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, এই ডাম্পার গুলো জামুরিয়ার চুরুলিয়া থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। খবর পেয়ে ভূমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিকরা জুবিলি মোড়ে অভিযানে নেমে ডাম্পার গুলোকে আটক করে। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা জানিয়েছেন আটক কোনো ডাম্পার চালকই প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। তাই ১৮ টি ডাম্পার এবং তাদের চালকদের আটক করে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত দিন দুয়েক আগেই আসানসোলের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২ টি বালি বোঝাই ট্রাক্টর ও তাদের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল।