সংবাদদাতা, বর্ধমানঃ- লক ডাউন অমান্য করে মাঠে খেলার প্রতিবাদ করায় যুবককে মারধরের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে রায়না থানার পুলিস। ধৃতদের নাম কাজি মণিরুল ওরফে রকি ও শেখ আবির ওরফে চাঁদবাবু। রায়না থানার উদগড়ায় তাদের বাড়ি। বুধবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, মঙ্গলবার বিকালে মণিরুল, চাঁদবাবু সহ কয়েকজন গ্রামের মাঠে খেলাধূলা করছিল। লক ডাউনের সময় একসঙ্গে অনেকজন মিলে মাঠে খেলাধূলার প্রতিবাদ করেন দীপঙ্কর দাস। মাঠে খেললে পুলিসকে খবর দেওয়ার হুমকি দেন তিনি। এতে ভয় পেয়ে মণিরুল, চাঁদবাবুরা খেলা বন্ধ করে চলে যায়। বুধবার সকালে দীপঙ্কর রকির বাড়ির কাছে দোকান থেকে জিনিসপত্র কিনতে যান। সেই সময় মণিরুল, চাঁদবাবু তাঁকে গালিগালাজ করে। প্রতিবাদ করায় তাঁকে লাঠি দিয়ে মারধর করে। স্থানীয় বাসিন্দারা এলে তারা পালিয়ে যায়। রায়না হাসপাতালে দীপঙ্করের চিকিৎসা হয়। ঘটনার বিষয়ে দীপঙ্করের বাবা শ্যামল দাস রায়না থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের হয়ে আইনজীবী প্রিয়ম সেন নিয়োগী জামিন চেয়ে সওয়াল করেন। ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম মণিকা চট্টোপাধ্যায় (সাহা)।