সন্তোষ মন্ডল, আসানসোলঃ- সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর পঞ্চায়েত অন্তর্গত নেতাজী কলোনীতে দিন দুপুরে গণেশ সমাদ্দার নামে এক ব্যাক্তির বাড়িতে, তালা ভেঙ্গে চুরি করার উদ্দেশ্যে নিয়ে ঢুকে পড়েছিল দুজন চোর। খবর সূত্রে যানাযায় যে গণেশ সমাদ্দার ও তার পরিবার সঙ্গে নিয়ে কিছু কাজে বাড়িতে তালা দিয়ে বাজারে গিয়েছিলো, ফিরে এসে দেখে তার বাড়ির তালা খোলা, আসতে করে বাড়ির ভিতরে প্রবেশ করে, গিয়ে দেখে দুজন চোর তার বাড়িতে চুরি করছে, তাদের তিনি হাতেনাতে ধরে ফেলেন, স্থানীয়রা জানতে পারলে দড়ি দিয়ে তাদের হাত বেঁধে রাখেন। পরে ওই দুজন চোরকে সালানপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।