eaibanglai
Homeএই বাংলায়করোনা আতঙ্কের মধ্যেই রাজ্য সরকারের শিল্পী ভাতা পাওয়া উপভোক্তাদের তালিকা পুনঃনবিকরণে প্রায়...

করোনা আতঙ্কের মধ্যেই রাজ্য সরকারের শিল্পী ভাতা পাওয়া উপভোক্তাদের তালিকা পুনঃনবিকরণে প্রায় দু’হাজার মানুষ হাজির খাতড়া গুরু সদয় মঞ্চে

সংবাদদাতা, বাঁকুড়াঃ- করোনা আতঙ্কে কাঁপছে সারা দেশ। আর সে কারণেই অতিসতর্কতা হিসেবে যে কোন ধরণের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। কিন্তু সেই ঠিক পরিস্থিতিতেও মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের শিল্পী ভাতা পাওয়া উপভোক্তাদের তালিকা পুনঃনবিকরণে প্রায় দু’হাজার মানুষ হাজির হলেন খাতড়া গুরু সদয় মঞ্চে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বজ্ঞানহিনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।সিমলাপালের নিমাইপুর থেকে শিশু সন্তানকে কোলে নিয়ে আসা এক মহিলা শিল্পী বলেন, শেষ মুহূর্তে খবর পেয়ে এসেছি। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে প্রশাসনের আগে থেকে জানানো উচিৎ ছিল বলে তিনি মনে করেন বলে জানান। খাতড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক কর্মী বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সকলকেই আমরা পাঠিয়ে দিয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments