এই বাংলায় ওয়েব ডেস্ক:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর বিজয়ের দিনে থেকে মাকে বিদায় জানাবার পালা পথে-ঘাটে হাটে-বাজারে তাই বাজে থাকে বিষাদের সুর। শুধুমাত্র বিজয় দশমী বিষাদের সুর নয় এর পেছনে হয়তো আরেকটা কারণও রয়েছে। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে কোন ব্যাংকের এটিএম এ ২০০০ টাকা পাওয়া যাচ্ছে না। গ্রাহকরা যখন তাদের টাকা তুলতে এটিএমে যাচ্ছেন তখন সেখান থেকে শুধু মাত্র ৫০০ টাকার নোটে তারা পেয়ে থাকছেন। এতেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি এবার ২০০০ টাকার নোট বন্ধের মুখে।যদিও কানাঘোষা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে ২০০০ টাকা মজুদ করে কালোবাজারিরা নিজেদের হেফাজতে রাখছেন তাই হয়তো কালোটাকা রুখতে নতুন করে সরকারের পদক্ষেপ নিতে চলেছে। ২০০০ টাকার নোট বন্ধ করে দেশের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন এটিএম এ ২০০০ টাকার নোট এখন পাওয়া যাচ্ছে না। দু’বছর আগে নোট বন্দির পর থেকে মানুষের মনে ঘর করে রয়েছে এই আশংকা যে কখন আবার কোন নোট টি বন্ধ করে দেওয়া হয়। শুধু শিল্পাঞ্চল নয় পুরো রাজ্যজুড়ে কোন এটিএম থেকেই ২০০০ টাকার নোট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। তাহলে কি সরকার গোপনে শুরু করে দিলেন এই প্রথা এবার থেকে কি এটিএম এ আর 2000 টাকার নোট পাওয়া যাবে না? ধীরে ধীরে, ধাপে-ধাপে কি ২০০০ টাকার নোট বন্ধ করার মুখের দিকে যাচ্ছে সরকার। যদিও এতে সাধারণ গ্রাহকদের খুব একটা বড় অসুবিধা হবে না কারণ তারা এমনিতেই ২০০০ টাকার নোট ভাঙ্গাতে গিয়ে বাজারে বেগ পান। কিন্তু আরেক শ্রেণীর মানুষ যারা সমাজে বিত্তশালী বলে পরিচিত তাদের কাছে এটা একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে ২০০০ টাকার নোট যদি না পাওয়া যায় তাহলে তাদের পক্ষে ব্যবসা চালানো শক্ত হয়ে যাবে।এখনই কোন ব্যাংকের আধিকারিক বা সরকার পক্ষ থেকে কেউ কিছু জানাননি যে ২০০০ টাকার নোট বন্ধ করার রাস্তায় এগোচ্ছেন তারা।কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে ইদানীংকালে ব্যাংক থেকেও ২০০০ টাকার খুব একটা বেশি নোট বাজারে ছাড়া হচ্ছে না। এর পেছনে কি অন্য কোনো কারণ আছে না কি সরকার শুধুমাত্র চাইছেন যে ৫০০ টাকা, ২০০ টাকা ও ১০০ টাকার নোটের যোগান দিয়ে ২০০০ টাকার নোট বাজারে অচল করে দেবেন। আবার শোনা যাচ্ছে সারকার নতুন ১০০০ টাকার নোট বাজারে আনতে চলেছে। তাই আজ গোটা দেশজুড়ে মানুষের মধ্যে একা আশঙ্কা ঘর বেধেছে তাহলে কি এবার ২০০০ টাকার ওই নোট এর দিন শেষ। সময়ই তার উত্তর দেবে।