সংবাদদাতা, বাঁকুড়া:- নতুন বছরকে নানান ভাবে স্বাগত জানিয়েছে অনেকেই। কেউ বাজি ফাটিয়ে। কেউ আবার সঙ্গীতের তালে নৃত্য দিয়ে। এবার ২০২০ কে এক অভিনব উদ্যোগে স্বাগত জানাল বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। আজ সকাল ১১ টার পর প্রশাসনের তত্ত্বাবধানে লালবাঁধে আয়জন করা হয় এই অভিনব উদ্যোগের। তিনি মাত্র ৪৫ মিনিটে ২০২০ বার লালবাধেঁর জলে ডুব দিয়ে নতুন বর্ষক স্বাগত জানায়। আনন্দ ও উন্মাদনায় ফেটে পড়ে লালবাঁধের পাড়ে উপস্থিত থাকা জনতা।
