সংবাদদাতা, গোসোবা:- জীবন-জীবিকার তাগিদে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে বহু মৎস্যজীবী। আর ঠিক এরকম ঘটনা ঘটেছে গত শনিবার। যেখানে গোসোবা থানার বালি এলাকার বাসিন্দা অনিল মন্ডল দুই সঙ্গীকে সাথে নিয়ে সুন্দরবনের পিরখালি জঙ্গলে কাঁকড়া ধরতে যায় তারা। আর তারা সুন্দরবনের গভীর জঙ্গলে মধ্যে গিয়ে কাঁকড়া ধরার সময় অনিল মন্ডল কে তুলে নিয়ে যায় বাঘে। রকম ঘটনা বারবার ঘটছে, কারণ সুন্দরবনের কোর-এরিয়ায় মধ্যে গিয়ে অবৈধভাবে মাছ কাঁকড়া ধরে মৎস্যজীবীরা। আর সেই কারণে বারবার বাঘের আক্রমণে মৃত্যু হচ্ছে মৎস্যজীবীদের। আর গতকালের মৃত্যুর ঘটনা আজ গোসোবা থানা ও বন দপ্তরের টহলরত অবস্থায় সুন্দরবনের কোর এরিয়ায় অবৈধভাবে মাছ কাঁকড়া ধরার সময় তিন মৎস্যজীবীকে গ্রেফতার করে পুলিশ।