সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
ঘটনার কয়েক ঘণ্টা অতিবাহিত হতেই শেষ পাওয়া খবরে ধর্ষণ করে গৃহবধূকে খুন করার ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্ত।যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ। শক্তিপুর থানার কামনগর কাজিপারা এলাকায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্পের একটি ফাঁকা জায়গা মৃত ওই মহিলার নাম ভাসেনা বেওয়া(৫৩) এর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়।মৃতার ছেলে থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে বলে পুলিশ জানায়।স্থানীয় ও
মৃতার পরিবারের লোকের অভিযোগ,দুষ্কৃতীরা গণ ধর্ষণ করে প্রমাণ লোপাট করতেই এই জঘন্য খুন করেছে। ঘটনার পর খবর পেয়ে পেয়ে শক্তিপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে থানার এক পুলিশ কর্তা বলেন,”নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে তবে এখনই এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়”। জানা যায়,পেশায় দুধ বিক্রেতা দুঃস্থ ওই মহিলা দুপুরের পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পরে এলাকার লোকজন তার বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে একটি মাঠের মধ্যে জলের ট্যাংকের পাশে তার অর্ধনগ্ন দেহ দেখতে পাই।