সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের অভিজাত এলাকা বলে চিহ্নিত বেঙ্গল অম্বুজায় দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসরপ্রাপ্ত চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে ২৭ জুলাই তারিখে। আর তার ঠিক আজ ১০ দিনের মাথায় বড়সড় সাফল্য পেল দুর্গাপুর থানার পুলিশ। চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের প্রত্যকেরই বাড়ি দুর্গাপুরের জেমুয়া এলাকায়। চুরি যাওয়া নগদ টাকা, মোবাইল ফোন সমেত কিছু সোনা গহনা উদ্ধার করা হয়েছে। যে বাইকটিতে চেপে দুস্কৃতীরা পালিয়েছিল সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই হামলাকারী তিন দুস্কৃতীর মধ্যে একজন ব্যাক্তি ওই চিকিৎসকের বাড়িতেই বাগান পরিষ্কার করার কাজ করতেন। ওই ব্যাক্তিই তার দুই বন্ধুকে নিয়ে ডাকাতির ছক কষে বলে জানিয়েছে পুলিশ। আজ ওই তিন জনকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়েছে। ২৭ জুলাই বিকেল নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে অবসরপ্রাপ্ত চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়িতে তিন দুষ্কৃতীর হামলা করে ও লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণ অলংকার। দুষ্কৃতকারীরা এতটাই নিষ্ঠুর ছিল যে চিকিৎসক পত্নীর ওপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে রক্তাক্ত করে। দুর্গাপুর পুলিশ দ্রুততার সাথে তদন্তে নেমে গ্রেপ্তার করে সেই সব অপরাধীদেরকে। ইতিমধ্যেই জানা গেছে, ওই তিন অপরাধীর ১০ দিনের হেপাজত মনজুড় করেছে দুর্গাপুর আদালত।
