সোমনাথ মুখার্জি, অন্ডাল:- সোনার দোকানে ক্রেতা সেজে গয়না চুরি করে চম্পট দেওয়ার সময় ধরা পড়ল এক কিশোরী সহ তিন মহিলা। স্থানীয়রা প্রতারকদের ধরে তাঁদের পুলিশের হাতে তুলে দেয়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উখড়া বাজারের সাইগল মার্কেট এলাকার ঘটনা। রবিবার সকালে স্থানীয় সাইগল মার্কেটে একটি সোনার রুপোর দোকানে ক্রেতা সেজে ঢুকে এক কিশোরী সহ তিন মহিলা। রুপোর নূপুর দেখানোর জন্য তারা জানায় দোকান মালিক মনোজ বর্মাকে। তিনি বেশ কয়েকটি নূপুর দেখান ওই মহিলাদের। সেগুলি পছন্দ হচ্ছে না বলে ওই মহিলারা দোকান ছেড়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর দোকান মালিক সিসিটিভি ফুটেজে লক্ষ্য করেন যে ওই মহিলারা বেশ কয়েকটি রুপোর নূপুর নিয়ে পালিয়েছে। সঙ্গে সঙ্গে প্রতারকদের খোঁজ শুরু হয়। কিছুক্ষন পরেই বাঁকোলা রোডে অন্য একটি দোকানে তাঁদের দেখতে পেয়ে পাকড়াও করে জনতা। চলে গণধোলাই এর পর পুলিশ এসে প্রতারকদের উদ্ধার করে উখড়া ফাঁড়ি নিয়ে যায়। ধৃতদের মধ্যে একজনের বয়স দশ বছর অন্যরা প্রাপ্তবয়স্ক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।