সংবাদদাতা, বর্ধমানে:- নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারায় গুরুতর জখম হলেন বাংলা ক্রিকেট দলের তিনজন মহিলা নির্বাচক। এই ঘটনায় জখম হয়েছেন তাদের গাড়ির চালক ও । বাংলা ক্রিকেট দলের নির্বাচকদের দুর্ঘটনায় জখম হবার ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্র থেকে জানা গেছে রবিবার সকালে কলকাতা থেকে সিউড়ি যাচ্ছিলেন তিন মহিলা নির্বাচক পথে পূর্ব বর্ধমানের মেমারি থানার সরডাঙ্গার কাছে দু নম্বর জাতীয় সড়কে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িতে থাকা চারজনই গুরুতর জখম হন। তাদেরকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আহতদের নাম শ্যামলী সাউ, পূর্ণিমা চৌধুর্ চন্দনা মুখোপাধ্যায়, বিশ্বজিত পারীদা। আহতদের মধ্যে চন্দনা মুখোপাধ্যায়ের গুরুতর বলে নার্সিংহোম সূত্রে জানা গেছে।