সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার বিষ্ণুপুরে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের । শনিবার গভীর রাতে ভয়ানক দুর্ঘটনাটি ঘটে বিষ্ণুপুরের মরার এক নম্বর ক্যাম্প এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে । স্থানীয় সূত্রে জানতে পারা যায়, বিষ্ণুপুরের দিক থেকে পশ্চিম মেদিনীপুরের গরবেতার দিকে একটি পাথর বোঝাই লরি যাচ্ছিল, অন্যদিকে গরবেতার দিক থেকে একটি এডবেস্টার বোঝাই লরি বিষ্ণুপুরের দিকে আসছিল। সেই সময় মরার এক নম্বর ক্যাম্পের কাছে এই দুই লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে লরিতে আগুন ধরে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ ও দমকল । দমকলের আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লরিতে থাকা চালক ও খালাসি সহ চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মৃত চারজনের নাম জানার চেষ্টা করছেন বিষ্ণুপুর থানার পুলিশ